• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন ১২শ’ কোটি টাকার বেশি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২১, ০৩:০৯ পিএম
ডিএসইতে লেনদেন ১২শ’ কোটি টাকার বেশি

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে দেনদেন ১২শ’ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড় হয়েছে ১২৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক শূণ্য দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২২০৮ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৫টির। 

আজ টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার টাকা। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ১ হাজার ৪১৬ কোটি ০৪ লাখ ৬১ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!