• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে রবি, কমেছে দর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২১, ০৩:২৭ পিএম
লেনদেনের শীর্ষে রবি, কমেছে দর

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ও তৃতীয় কার্যদিবসও কোম্পাটি লেনদেনের শীর্ষে ছিলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির ১৫৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ২৪ হাজার ৬২৫ বারে কোম্পানিটির ২ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৩৪৯টি শেয়ার লেনদেন হয়।

বৃহস্পতিবার লেনদেনে শীর্ষ অবস্থানে উঠে আসলেও কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ২২ শতাংশ। গত কার্যদিবস বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৬৩ টাকা ১০ পয়সা। সেখান থেকে আজ বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬১ টাকা ৭০ পয়সায়।

এর আগে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার কোম্পানিটি ১৪৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে। ওইদিন ৩১ হাজার ২৫৫ বারে কোম্পানিটির ২ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ১৭২টি শেয়ার লেনদেন হয়। 

আর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার কোম্পানিটি ২৮১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে উঠেছিলো। ওইদিন ৪৪ হাজার ১৮৩ বারে কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৬২৩টি শেয়ার লেনদেন হয়।

ডিএসই ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

বৃহস্পতিবার লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, তৃতীয় স্থানে বেক্সিমকো ফার্মা, চতুর্থ স্থানে সামিট পাওয়ার, পঞ্চম স্থানে জিবিবি পাওয়ার, ষষ্ঠ স্থানে বিডি ফাইন্যান্স, সপ্তম স্থানে সিটি ব্যাংক, অষ্টম স্থানে বারাকা পাওয়ার, নবম স্থানে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল) এবং দশম স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!