• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এ্যানার্জি প্যাক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২১, ০৪:০৪ পিএম
সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে এ্যানার্জি প্যাক

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে এ্যানার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন শেয়ারটির দর ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে বা ৭ টাকা ৬০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৮৪ টাকা ২০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৭৬ টাকা ৬০ পয়সা।

রোববার কোম্পানিটি ১৪২ বারে ৩ লাখ ৮ হাজার ৮২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। 

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২৯ শতাংশ বা ২ টাকা ৫০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়। গত কার্যদিবস শেষে ছিল ২৬. টাকা ৯০ পয়সা।

রোববার কোম্পানিটি ২ হাজার ৭৯০ বারে ৩৩ লাখ ৬৪ হাজার ৮৪৬ টি শেয়ারের লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৬ লাখ টাকা। 

এদিন তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ বা ৩  টাকা ৩০ পয়সা। 

ডিএসইর স্ক্রিনশর্ট

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ১০ পয়সায়। গত কার্যদিবস বৃহস্পতিবার শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৩৭ টাকা ৮০ পয়সা। 

আজ কোম্পানিটি ১ হাজার ৫৮৮ বারে ২৮ লাখ ৬০ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৬৫ লাখ টাকা। 

তালিকায় কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে থাকা জিবিবি পাওয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ, পঞ্চম পিপলস ইন্স্যুরেন্স দর বেড়েছে ৮ দশমিক ১৫ শতাংশ,  ষষ্ঠ স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৭ দশমিক ৭২ শতাংশ, সপ্তম স্থানে থাকা কেডিএস এক্সসরিজ দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ, অষ্টম স্থানে থাকা নর্দান ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৬ দশমিক ৮০ শতাংশ, নবম স্থানে থাকা জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসের দর বেড়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ,  দশম স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বিক্সেমকো) দর বেড়েছে ৬ দশমিক ৭২ শতাংশ।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!