• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২১, ০৬:৫৩ পিএম
দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারের দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। 

রোববার (২৪ জানুয়ারি) ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৮ শতাংশ বা ১৬ টাকা ৬০ পয়সা কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ১৮৮ টাকা ৬০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার শেষে শেয়ারটির মূল্য ছিল ২০৫ টাকা ২০ পয়সা।

রোববার কোম্পানিটি ৬৪৮ বারে ২ লাখ ৫৫ হাজার ২২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা। 

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর কমেছে ৬ দশমিক ৮৬ শতাংশ বা ৩৬ টাকা ৭০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৪৯৭ টাকা ৮০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার শেষে শেয়ারটির মূল্য ছিল ৫৩৪ টাকা ২০ পয়সা। 

ডিএসই’র ওয়েব সাইটের স্ক্রিনশর্ট

আজ কোম্পানিটি ৬৭৭ বারে ২৫ হাজার ২৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটা দর কমেছে ৬ দশমিক ৬৪ শতাংশ বা ৪ টাকা ১০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৬০ পয়সায়। গত কার্যদিবস বৃহস্পতিবার শেষে শেয়ারটির মূল্য ছিল ৬১ টাকা ৭০ পয়সা। 

রোববার কোম্পানিটি ২০ হাজার ৬১৯ বারে ১ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০৮ কোটি  ৬৫ লাখ টাকা।

পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা দেশ গার্মেন্টসের  দর কমেছে ৬ দশমিক ৫৫ শতাংশ, পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন লিমিটেড কোম্পানির ৬ দশমিক ৩৮ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা নিউ লাইন ক্লথিংস লিমিটেড এর ৫ দশমিক ৯১ শতাংশ, সপ্তম স্থানে থাকা আলিফ ম্যানুফ্যকচারিং কোম্পানি    লিমিটেড এর ৫ দশমিক ৭৪ শতাংশ, অষ্টম স্থানে থাকা বে লিজিং এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড এর ৫ দশমিক ৬২ শতাংশ, নবম স্থানে থাকা আমান কটন ফাইবারস লিমিটেড এর ৫ দশমিক ৫৯ শতাংশ এবং দশম স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর শেয়ার দর ৫ দশমিক ৫৯ শতাংশ দর কমেছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!