• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম ঘণ্টায় লেনদেন ৪০০ কোটি ছাড়াল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২১, ১১:১৬ এএম
প্রথম ঘণ্টায় লেনদেন ৪০০ কোটি ছাড়াল

ঢাকা : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রপবণতায় লেনদেন হয়েছে ৪৯১ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিন পর্যন্ত সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও ইউনিট। 

সোমবার (২৫ জানুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ওয়েব সাইটের স্ক্রিনশর্ট

প্রথম ঘণ্টায় বেলা ১১টা ১০মিনিট পর্যন্ত ডিএসই’র ব্রড ইনডেক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে হয়েছে ১২৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২২১১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮ টির, দর কমেছে ১৩৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির। 

আলোচ্য সময়ে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯১ কোটি ৯১ লাখ ২৬ হাজার টাকা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!