• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ ঘোষণা করেছে সিঙ্গার বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২১, ০৯:১৮ পিএম
লভ্যাংশ ঘোষণা করেছে সিঙ্গার বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

সোমবার (২৫ জানুয়ারি) কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়। 

জানা গেছে, কোম্পানিটির বিদায়ী বছরে ৩১ জানুয়ারি’২০ সাল পর্যন্ত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ৭ টাকা ৮৫ পয়সা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ১০ টাকা ৩৫ পয়সা। 

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৯ পয়সা। 

কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০২০ সালে কোম্পানিটি নিট আয় করেছে ৭৮.২৬ কোটি টাকা। যার আগের বছরের তুলায় ২৪.১৫ শতাংশ কম।  

কোম্পানিটির রেকর্ড ডেট ধরা হয়েছে ১৬ ফেব্রুয়ারি। আগামী ১৫ এপ্রিল ডিজিটাল প্লার্টফর্মে ১২টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে শেয়ারবাজারের ‘এ’  ক্যাটাগরিতে লেনদেন হওয়া ইলেক্টনিক খাতের এ কোম্পানিটির ২০১৯ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!