• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থান, ১ মাস পর লেনদেন হাজার কোটি টাকার নিচে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২১, ০৩:৪৩ পিএম
সূচকের উত্থান, ১ মাস পর লেনদেন হাজার কোটি টাকার নিচে

ফাইল ফটো

ঢাকা: টানা তিন কার্যদিবস পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন। এদিন সূচকের উত্থান হলেও ১ মাসেরও বেশি সময় পর আজ লেনদেন হাজার কোটি টাকার নিচে নামলো। তবে এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও ইউনিট। 

বুধবার (২৭ জানুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। এর আগে সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কার্যদিবসে টানা সূচকের পতন দেখা যায়।

ডিএসই’র ব্রড ইনডেক্স বুধবার ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক শূণ্য দশমিক ৪০ পয়েন্ট বেড়ে হয়েছে ১২৭৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১৭৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ২২৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০১টির। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

আজ ডিএসইতে ৯০৪ কোটি ৯০ লাখ ৩৬ হাজার টাকার লেয়ার লেনদেন হয়। গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ ৬১ হাজার টাকা। এর আগে গত বছরের ২২ ডিসেম্বর লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে ৯শ’ ৭৫ কোটি ৫১ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন হয়। 

টাকার অঙ্কে ডিএসইতে আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ ৬১ হাজার টাকা।

সোনালীনিউ/এমএইচ

Wordbridge School
Link copied!