• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পরিশোধে ব্যর্থ সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিএসইসি’র তদন্ত কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২১, ০৫:২৪ পিএম
লভ্যাংশ পরিশোধে ব্যর্থ সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিএসইসি’র তদন্ত কমিটি গঠন

ফাইল ফটো

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সু্হৃদ ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ পরিশোধে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (২৭ জানুয়ারি) বিএসইসির ৭৫৯তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপাক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সংস্থাটির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে জানা যায়, সুহৃদ ইন্ডাস্টিজ লিমিটেড কর্তৃক ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতার বিষয়ে ডিপজিটরি আইন ১৯৯৯ এর ১৩ ধারা মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!