• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রবির পর্ষদ সভার তারিখ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২১, ১২:২০ পিএম
রবির পর্ষদ সভার তারিখ ঘোষণা

ঢাকা : শেয়ারবাজারের তালিকাভুক্ত রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সোমাবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। প্রথমবারের মতো কোম্পানিটির সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।

২০২০ সালের ২৪ ডিসেম্বর রবি শেয়ারবাজারের তালিকাভুক্ত হয়।

উল্লেখ্য, কোম্পানিটির ২০১৮ সালে নিরীক্ষিত আর্থিক পর্যালোচনা করে দেখা যায় ওই সময়ে  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪৬ পয়সা। আর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমান (এনএভি) দাঁড়িয়েছিল ১২.৮৫। এছাড়া ২০১৯ সালে নিরীক্ষিত আর্থিক পর্যালোচনা করে দেখা যায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল শূন্য দশমিক শূন্য ৪ পয়সা। আর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমান (এনএভি) দাঁড়িয়েছিল ১২.৬৪টা। 

শেয়ারবাজারে তালিকভুক্তির পর বর্তমানে কোম্পনিটিতে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার আছে ৯০.০৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগ ২.৪২ শতাংশ এবং ৭.৫৩ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!