• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে বেক্সিমকো


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৬:০০ পিএম
লেনদেনের শীর্ষে বেক্সিমকো

ফাইল ফটো

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১৩ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ১৩ হাজার ১৭৩ বারে কোম্পানিটির ২ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৯৯২টি শেয়ার লেনদেন হয়।

লেনদেনের শীর্ষে উঠে আসার পাশাপাশি এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১ দশমিক ৫৬ শতাংশ। গত কার্যদিবস বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৮৯ টাকা ৭০ পয়সা। সেখান থেকে আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৯১ টাকা ১০ পয়সায়।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

বৃহস্পতিবার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেড এ শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার। এদিন ১১ হাজার ৪১৭ বারে কোম্পানিটির ১ কোটি ১০ লাখ ৮ হাজার ৯১৭টি শেয়ার লেনদেন হয়।

লেনদেন বাড়লেও এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৬১ শতাংশ। গত কার্যদিবস বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৪১ টাকা ২০ পয়সা। সেখান থেকে আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩০ পয়সায়।

আজ লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এ ৪১ কোটি ৪৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ৮ হাজার ৩৫ বরে কোম্পানিটির ২ লাখ ৫৭ হাজার ২৫৫টি শেয়ার লেনদেন হয়। 

এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ টাকা ৬০ পয়সা বা শূণ্য দশমিক ৬৬ শতাংশ। গত কার্যদিবস বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ছিলো ১ হাজার ৬শ’ ২ টাকা ৯০ পয়সা। সেখান থেকে আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৫শ’ ৯২টাকা ৩০ পয়সায়।

এদিন তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চতুর্থ স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ২৪ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকা, পঞ্চম স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড ২৮ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা, ষষ্ঠ স্থানে থাকা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ২৫ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকা, সপ্তম স্থানে থাকা সামিট পাওয়ার লিমিটেড ১২ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা, অষ্টম স্থানে থাকা বেকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১২ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা, নবম স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেড ১১ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার টাকা এবং দশম স্থানে থাকা গ্রামীণফোন (জিপি) ১১ কোটি ১৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ /এমএএইচ

Wordbridge School
Link copied!