• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দর বাড়ার শীর্ষে জিবিবি পাওয়ার


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৭:৩৩ পিএম
দর বাড়ার শীর্ষে জিবিবি পাওয়ার

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দিনেই দর বাড়ার শীর্ষ স্থানে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ৫৩ পয়সা বা ১ টাকা ৩০ পয়সা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন কোম্পানিটির শেয়ার মূল্য ছিল ২৩ টাকা ৫০ পয়সা।

মঙ্গলবার কোম্পানিটি ১ হাজার ১০০ বারে ২২ লাখ ৫১ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা আমান কটন ফাইবার্স লিমিটেড এর শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ১০ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা।

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সা। গত সোমবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২৯ টাকা ৪০ পয়সা।

আজ কোম্পানিটি ২৬৩ বারে ৫ লাখ ৫ হাজার ৮৩৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা।

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ২০ পয়সা। গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৩১ টাকা শূন্য পয়সা।

মঙ্গলবার কোম্পানিটি ১ হাজার ৬৭৪ বারে ১৮ লাখ ৯০ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৬ লাখ ৭০ টাকা।

দর বাড়ার তালিকায় চতুর্থ স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৮০ শতাংশ, পঞ্চম স্থানে থাকা তওফিকা ফুড বা লাভেলো আইসক্রীমের ৩ দশমিক ৭৩ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা  ইসলামিক ফাইন্যান্সের ২ দশমিক ৯২ শতাংশ, সপ্তম স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়ামের ২ দশমিক ৬১ শতাংশ, অষ্টম স্থানে থাকা রেকিট বেনকিজারের ২ দশমিক ৩৮ শতাংশ, নবম স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১ দশমিক ৮৫ শতাংশ এবং দশম স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর ১ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!