• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের লভ্যাংশ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০৮:৪৬ এএম
ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পরিচালনা বিনিয়োগকারীদের  জন্য নগদ ৪৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।

জানা গেছে, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ৯৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২৩ টাকা ৮ পয়সা।

ঘোষিত লভ্যাংশ  অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।

এদিকে আয় কমার বিষয়ে কোম্পানি জানায়, কোভিড-১৯ মহামারির কারণে পণ্য উৎপাদনের কাঁচামাল সংকট এবং দাম বৃদ্ধি অন্যতম কারণ।

সোনালীনিউজ/আরএইচ/এইচএন

Wordbridge School
Link copied!