• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিহ্যাবের সাধারণ সভায় ৩ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদন


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০৬:০১ পিএম
রিহ্যাবের সাধারণ সভায় ৩ বছরের নিরীক্ষিত হিসাব অনুমোদন

ফাইল ফটো

ঢাকা: রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। এতে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালের কার্যক্রম ও নিরীক্ষিত হিসাব অনুমোদ দেয়া হয়েছে। 

গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)। 

সভায় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (২) মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহম্মদ সোহেল রানা, ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল কৈয়ূম চৌধুরীসহ রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

এজিএম-এ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!