• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসইতে টাকার অঙ্কে বেড়েছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক  মার্চ ২, ২০২১, ০৩:৪০ পিএম
ডিএসইতে টাকার অঙ্কে বেড়েছে লেনদেন

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট বেড়েছে। 

মঙ্গলবার (২ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১২৪৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১০৮ পয়েন্টে।

এসময় লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৩টির, দর কমেছে ৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৪টির। 

আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৮২২ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকা। গত মাসের ১৭ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৮৬৩ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকার লেনদেন হয়।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!