• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দর বাড়ার শীর্ষে দি পেনিনসুলা চিটাগং


নিজস্ব প্রতিবেদক  মার্চ ২, ২০২১, ০৪:৪৩ পিএম
দর বাড়ার শীর্ষে দি পেনিনসুলা চিটাগং

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দিনেই দর বাড়ার শীর্ষ স্থানে উঠে এসেছে দি পেনিনসুলা চিটাগং লিমিটেড।

মঙ্গলবার (২ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ২ টাকা। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা। আগের কার্যদিবস সোমবার কোম্পানিটির শেয়ার মূল্য ছিল ২০ টাকা।

মঙ্গলবার কোম্পানিটি ৭০০ বারে ৭ লাখ ৮ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা।

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ বা ৩ টাকা ২০ পয়সা।  

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮০ পয়সা। গতকাল সোমবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৩২ টাকা ৬০ পয়সা।

আজ কোম্পানিটি ৫ হাজার ২০৩ বারে ৯৭ লাখ ৫ হাজার ৮৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ই-জেনারেশনের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ বা ২ টাকা ৯০ পয়সা।

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকা ৭০ পয়সা। গত কার্যদিবস সোমবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২৯ টাকা ৮০ পয়সা।

মঙ্গলবার কোম্পানিটি ৩ হাজার ২৩৫ বারে ৩৪ লাখ ৫৮ হাজার ৭১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় চতুর্থ স্থানে থাকা আনোয়ার গ্যালবা নাইজিং দর বেড়েছে ৯ দশমিক ৬৮, পঞ্চম স্থানে থাকা জেনিথ টেক্সের দর বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা  ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের দর বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, সপ্তম স্থানে থাকা অ্যাপোল ইস্পাতের ৯ দশমিক ২৩ শতাংশ, অষ্টম স্থানে থাকা এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট ৮ দশমিক ১৬ শতাংশ, নবম স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৩১ শতাংশ এবং দশম স্থানে থাকা জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।

সোনালীনিউজ/আরএইচ 

Wordbridge School
Link copied!