• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমারেল্ড অয়েলের পরিচালনা বোর্ড পুনর্গঠন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২১, ০৮:৩৪ পিএম
এমারেল্ড অয়েলের পরিচালনা বোর্ড পুনর্গঠন

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারের জেড ক্যাটাগরিতে থাকা এমারেল্ড অয়েল পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি।

মঙ্গলবার (২ মার্চ)  বিএসইসির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ বি্্্ তথ্য নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত সিদ্ধান্ত কোম্পানির পরিচালনা বোর্ডের সকল সদস্যদের জানানো হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ডের সদস্যরা হলেন- সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, প্রশান্ত কুমার ব্যানার্জি (বিআইবিএম) 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সজিব হাসান (সিএফএ)ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. সুশান্ত কুমার দেব  সহযোগী অধ্যাপক মার্কেটিং এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট ঢাকা বিশ্ববিদ্যালয়। 

কোম্পানিটির ২০১৮ সাল থেকে বিনিয়োগকারীদের কোন প্রকার লভ্যাংশ দিতে পারেনি। গত ৪ বছর কোম্পানিটি জেড ক্যাটাগরিতে অবস্থা ন করছে। 

বোর্ডের চেয়ারম্যান করা হয়ে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হককে।

২০১৫ সাল থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!