• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিএসই-৫০ ইনডেক্স সমন্বয়


নিজস্ব প্রতিবেদক  মার্চ ৩, ২০২১, ০৪:২৮ পিএম
সিএসই-৫০ ইনডেক্স সমন্বয়

ঢাকা : চট্টগ্রাম স্টক এক্সসেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত এই তালিকায় নতুন ৩টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের ৩টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। চলতে মাসের ২১ মার্চ ২০২১ থেকে এটি কার্যকর হবে।

বুধবার (৩ মার্চ) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন করে যুক্ত কোম্পানীগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লি: এবং ব্যাংক এশিয়া লিমিটেড। 

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানীগুলো হলো-আরএকে সিরামিকস (বাংলাদেশ) লি:, ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড এবং শাহজালাল ইসলামি ব্যাংক লি.।

নতুন করে যুক্ত ৩টি কোম্পানীসহ ৫০টি কোম্পানীর নাম হলো- এডভান্সড্ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি:, বাংলাদেশ স্টিলরি-রোলিং মিলস লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কো: লি:, ব্যাংক শিয়া লিমিটেড, বারাকাহ পাওয়ার লিমিটেড, বিবিএস ক্যাবলস লি:, বিডি শিপিং কর্পোরেশন, বিকন ফার্মাসিউটিক্যালস লি:, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মাসিউটি ক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লি:, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কো: লি:, বিএসআরএম স্টিল মিলস, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বিডিলি:, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকলি:, জিপিএইচ ইস্পাত লি:, গ্রামীন ফোন লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লি:, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, যমুনা ব্যাংক লি:, যমুনা অয়েল কেম্পানী লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানী লি:, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকা বাংলাফাইনান্স লি:, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ লি:, ন্যাশনাল ব্যাংক লি:, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি:, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মা লি:, পদ্মাওয়েল কেস্পানী লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কো: লি:, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা সিউটিক্যালস লি:, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লি:, দি সিটি ব্যাংক লি., দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিউশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, সিএসই-৫০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানীগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানীগুলোর মূলধনের শতকরা প্রায় ৫৪.৮৬ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৬০.৫৯ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানীগুলোর বিগত ৬ মাসের (৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত) আভারেজডেইলি টার্নওভার হলো ৪৭.৬৯ ভাগ।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!