• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বীমা এজেন্টদের অগ্রিম ট্যাক্স ২ অর্থবছরের জন্য স্থগিত রাখার দাবি


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২১, ০১:৫৪ পিএম
বীমা এজেন্টদের অগ্রিম ট্যাক্স ২ অর্থবছরের জন্য স্থগিত রাখার দাবি

ছবি: সোনালীনিউজ

ঢাকা: দেশের সকল বীমা কোম্পানীসমূহের বীমা এজেন্টদের কমিশনের উপর অগ্রিম ৫ শতাংশ ট্যাক্স আগামী দুই অর্থবছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

বৃহস্পতিবার (৪ মার্চ) সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এই প্রস্তাব দেয় সংস্থাটি।

বিআইএ’র প্রস্তাবনা থেকে জানা যায়, দেশের সকল বীমা কোম্পানীসমূহের বীমা এজেন্টদের কমিশনের উপর অগ্রিম ৫ শতাংশ ট্যাক্স পরিশোধের বিধান রয়েছে। কিন্তু বর্তমানে আগ্রাসী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যা বৈশ্বিক মহামারী আকারে আবির্ভূত হয়েছে। মহামারি করোনার কারণে বিগত বছর সকল মাঠকর্মী গৃহবন্দী থাকায় ব্যবসা আহরন করতে পারেনি বা সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে তারা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে প্রিমিয়াম সংগ্রহ করতে পারছে না। 

এমতাবস্থায়, বীমা এজেন্টদের অগ্রিম ৫ শতাংশ ট্যাক্স পরিশোধের বিধান আগামী দুই অর্থবছরের জন্য স্থগিত করার জন্য প্রস্তাব করেছে সংস্থাটি। 

সোনালীনিউজ/এমএইচ


 

Wordbridge School
Link copied!