• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২১, ০৩:৪৬ পিএম
সূচকের উত্থানে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন গত কার্যদিবস বুধবারের থেকে লেনদেন কমেছে ৬৮ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।

বৃহস্পতিবার (৪ মার্চ) ডিএসই’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, এদিন ডিএসই’র ব্রড ইনডেক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১২৪৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২১১২ পয়েন্টে। সূচক বাড়লেও এদিন কমেছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

এদিন লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৭টির। 

আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা। গত কার্যদিবস বুধবারে লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!