• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেগেটিভ ইক্যুইটির কমাতে বিএসইসির নির্দেশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২১, ০৯:২২ পিএম
নেগেটিভ ইক্যুইটির কমাতে বিএসইসির নির্দেশ

ফাইল ছবি

ঢাকা : শেয়ারবাজারের নেগেটিভ ইক্যুইটির পরিমাণ কমাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  

বিএসইসির উপ-পরিচালক মো. কাওসার আলী স্বাক্ষরিত গত ২ মার্চ এক চিঠিতে এই তথ্য জানা যায়।

এর আগে নেগিটিভ ইক্যুইটি বিদায়ী বছরের ১২তম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর’২০ সালে কমলেও চূড়ান্ত রিপোর্টে ১৩তম প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) রিপোর্ট হতে দেখা যাচ্ছে, তা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। যার নেতিবাজার প্রভাব পড়ছে পুজিবাজারে।

নেগিটিভ ইক্যুইটি কমানোর লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করা যায় ট্রেকহোল্ডারগণ এবং পোর্টফোলিও ম্যানেজারগণকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে। এবিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে বা হবে তা আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিএসইসিকে জানাতে বলা হয়েছে।

সোনালীনিউজ/আরএইচ
 

Wordbridge School
Link copied!