• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রাহক সেবা বাড়াতে তরঙ্গ কিনলো রবি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২১, ০১:১৬ পিএম
গ্রাহক সেবা বাড়াতে তরঙ্গ কিনলো রবি

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড গ্রাহক সেবার সক্ষমতা বাড়াতে ৭ দশমিক ৬ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে। এই তরঙ্গের মূল্য হিসেবে কোম্পানিটিকে ৮ কোটি ৩৯ লাখ ডলার পরিশোধ করতে হবে। আগামী ২০২৬ সালের মধ্যে ৬টি কিস্তিতে এই অর্থ পরিশোধ করা যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত সোমবার (৮ মার্চ) অনুষ্ঠিত নিলামে অংশ নিয়ে এই তরঙ্গ কিনেছে কোম্পানিটি। টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এই নিলামের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে এই নিলাম অনুষ্ঠিত হয়।

একই নিলামে গ্রামীণফোন এবং বাংলালিংকও নতুন তরঙ্গ কিনেছে।

জানা গেছে, রবি ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ২ দশমিক ৬ মেগাহার্টজ এবং ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।

নতুন তরঙ্গ কেনার পর রবির  মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ মেগাহার্টজ, গ্রামীণফোনের ৪৭ দশমিক ৪, বাংলালিংকের ৪০ ও টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!