• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ পরিচালনা পর্ষদে বিরল ঘটনা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২১, ০৯:৩১ পিএম
বিজিএমইএ পরিচালনা পর্ষদে বিরল ঘটনা

ঢাকা: দেশের যে কোনো ব্যবসায়ী সংগঠনের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে পরিচালক হচ্ছেন রুবানা হক ও তার ছেলে নাভিদুল হক। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন ২০২১-২০২৩ সালের পরিচালনা পর্ষদে ফোরাম প্যানেল থেকে নির্বাচিত হয়ে তারা বিরল এই দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। রুবানা হক বিজিএমইএর বর্তমান সভাপতি ও তার ছেলে নাভিদুল হক ফোরাম প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। 

করোনা মহামারির তাণ্ডবের মধ্যে রোববার (৪ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে সদস্যরা তাদের পছন্দের ৩৫ জন পরিচালককে ভোটের মাধ্যমে নির্বাচিত করে। এদের মধ্যে এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বাধীন ফোরাম প্যালেন পেয়েছে ১১টি পরিচালক পদ। অপরদিকে প্যানেল লিডার ফারুক হাসানের নেতৃত্বাধী সম্মিলিত পরিষদ পেয়েছে ২৪টি পরিচালক পদ। টানা ১০ ঘণ্টার ভোটে ১ হাজার ৯৯৬ জন নিজেদের ভোট দেন। 

এর আগে প্রথম নারী সভাপতি হিসেবে রুবানা হক ২০১৯ সালের এপ্রিলে বিজিএমইএর সভাপতির দায়িত্ব নেন। 

প্রথমবারের মতো বিজিএমইএর পর্ষদে মা-ছেলে দায়িত্ব নেওয়ার বিষয়ে জানতে চাইলে রুবানা হক বলেন, ‘মানুষ হিসেবে আমাদের সন্তান আমাদের চাইতে অনেক ভালো। মা হিসেবে আমি আশা করি, আমার ছেলে তার শিক্ষা, নিষ্ঠা আর সততা দিয়ে বিজিএমইএর পর্ষদে কাজ করবে।’

জানতে চাইলে বিজিএমইএর নবনির্বাচিত পরিচালক নাভিদুল হক বলেন, ‘আমি বিশ্বাস করি, বাবা-মার কারণেই আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। এটিও সত্য যে আমি কিছু কাজ করেছি। আমাকে আমার কাছে আমার যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে। সংগঠনের পরিচালক পদে গেলে পোশাকশিল্পের জন্য কিছু করতে পারব, সেটি নিশ্চিত হওয়ার পরই কিন্তু মা আমার নাম প্রস্তাব করেছেন।’ 

পর্ষদে মায়ের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সব ক্ষেত্রেই আমার বাবা-মার কাজ দিয়েই আমাকে সবাই বিচার করে। এটি আমার প্রতিদিনকার চ্যালেঞ্জ। কোনো দিনই আমি তাদের কাছাকাছি যেতে পারব না। তবে তাদের সুনাম নষ্ট হবে এমন কোনো কাজ আমি কখনোই করব না।’

নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ী হওয়ায় ফারুক হাসানের নেতৃত্ব বিজিএমইএর পর্ষদ গঠিত হবে। ফারুক হাসান হবেন সংগঠনটির পরবর্তী সভাপতি। তার আগে কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। বিজয়ী পরিচালকেরা আগামী ১৬ এপ্রিল সভাপতি ও সাতজন সহসভাপতি নির্বাচিত করবেন। সবকিছু ঠিক থাকলে ২০ এপ্রিল আগামী দুই বছরের নতুন কমিটি বিজিএমইএর দায়িত্ব নেবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!