• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে প্রথম গ্রিন বন্ডের অনুমোদন


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ৭, ২০২১, ০৫:০০ পিএম
দেশে প্রথম গ্রিন বন্ডের অনুমোদন

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশে এই প্রথম বারের মতো কোন গ্রীন বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি কর্তৃক ১০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হয়।

বুধবার (৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
 
জানা যায়, এই বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদেরকে প্রাইভেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।  

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে নতুন এবং চলমান প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ কার্যক্রমকে বর্ধিত করণের পাশাপাশি পরিবেশের উন্নয়ন নিশ্চিত করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল ১০ লাখ টাকা ধরা হয়েছে। বন্ডটির ট্রাস্ট্রি এবং ম্যান্ডেট লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে সিনা ক্লাইন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড কাজ করছে।

উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম বারের মতো কমিশন কর্তৃক গ্রীন বন্ডের অনুমোদন দেয়া হলো।

সোনালীনিউজ/আরএইচ/এমএএইচ

Wordbridge School
Link copied!