• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যে ৬৬ কোম্পানি ফ্লোর প্রাইজ থেকে অব্যাহতি পেল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২১, ০৫:১৯ পিএম
যে ৬৬ কোম্পানি ফ্লোর প্রাইজ থেকে অব্যাহতি পেল

ফাইল ছবি

ঢাকা: বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থ ও পুজিবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬ কোম্পানিকে  ফ্লোর প্রাইজ সংক্রান্ত কমিশনের আদেশ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

বুধবার (৭ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, আরএন স্পিনিং মিলস লিমিটেড, বাংলাদেশ সার্ভিস লিমিটেড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১, জাহিন স্পিনিং মিলস লিমিটেড, রিং শাইন টেক্সটাইল মিলস লিমিটেড, অলিম্পিক এক্সোসরিজ, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিডেট, ফনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস, এসইএমএল এফবিএসএল গ্রোর্থ ফান্ড, ইভাইন্স টেক্সটাইল, প্যাসিফিক ডেনিম লিমিটেড, মেট্রো শিপিং লিমিটেড,  কাটালি টেক্সটাইল লিমিটেড, ফার ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ বন্ধু পলিমার লিমিটেড, ইয়াকিন পলিমার লিমিটেড, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, ওয়েস্টান মেরিন শিপ ইয়ার্ড লিমিটেড, সেন্ট্রাল ফার্মা সিউটিক্যালস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শেফাড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হামিদ ফ্যাবিক্স লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং লিমিটেড, সাইহাম কটন মিলস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, গোল্ডেন হারফেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লোস্টিক্স লিমিটেড, খুলনা প্রিন্টিং

এন্ড প্যাকেজিং লিমিটেড, সিলভা ফার্মাসিউটিকেলস লিমিটেড, ইন্ডো বাংলা ফার্মা সিউটিকেলস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শাশা ডেনিম লিমিটেড, সুরিদ নিট কোম্পাজিট লিমিটেড, স্কয়ার নিট কোম্পাজিট লিমিটেড, ভিএফএস থ্রেড  ডেনিম লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ফনেক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড, এডভেন্ট ফার্মা লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড,  মিউচ্যুয়াল ট্রাস্ট মিলস লিমিটেড ৯, ওমেক্স ইলেক্টট্রোড লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, সাইহাম টেক্সটাইল মিলস লিমিটেড,  সোনারগাও টেক্সটাইলস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড,  গ্লোবাল হারভেস্ট ক্যামিকেলস লিমিটেড,  নাভানা সিএনজি লিমিটেড, ঢাকা ইলেক্টিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রেস্টুরেন্ট, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কো. উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্টস লিমিটেড, ওসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরি কোম্পানি লিমিটেড,  খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড,  নাহি অ্যালম্যুনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, দুলামিয়ার কটন স্পিনিং মিলস লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ড টেক্সটাইল লিমিটেড,  এম এল ডাইং লিমিটড।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!