• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনিবার থেকে টিসিবির ট্রাকে পাওয়া যাবে খেজুর 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২১, ০৫:২৬ পিএম
শনিবার থেকে টিসিবির ট্রাকে পাওয়া যাবে খেজুর 

ঢাকা : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শনিবার (১০ এপ্রিল) থেকে ট্রাকে খেজুর বিক্রি করবে।প্রতি খেজুর ৮০ টাকা দরে  বিক্রি করা হবে।

শুক্রবার (৯ এপ্রিল) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির সোনালীনিউজকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্চ মাস থেকে ৪০০ ট্রাকে পণ্য সেল করা হচ্ছিল। আসন্ন রমজান মাস উপলক্ষে ১ এপ্রিল থেকে আরো ১০০ ট্রাকে টিসিবি'র উদ্যাগে তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ, ছোলা বিক্রি শুরু করেছে যা ৬ মে পর্যন্ত চলবে। 

টিসিবির পণ্যগুলোর মধ্যে ট্রাকে ১ এপ্রিল থেকে প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১০০ এবং পাঁচ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ৫৫,  বোতল ২-৫ লিটার ১০০ টাকা দরে সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দামে ৫ কেজি পেঁয়াজ, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি ছোলা, ৮০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!