• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লকডাউনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২১, ০২:৩৬ পিএম
লকডাউনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

ফাইল ছবি

ঢাকা : আগামী ১৪ থেকে ২১ এপ্রিল লকডাউনের মধ্যে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করে নির্দেশনা জারি করেছে সরকার। এসময়ে সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকও বন্ধ থাকবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ থেকে ২১ এপ্রিল এমন নির্দেশনা দিয়ে সোমবার (১২ এপ্রিল) আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এরআগে রোববার মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গণপরিবহন ও ব্যাংক বন্ধ থাকবে। তবে গার্মেন্টস, শিল্প-কারখানাসহ জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!