• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে লেনদেন শেষ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২১, ০১:২৯ পিএম
সূচকের উত্থানে লেনদেন শেষ

ফাইল ছবি

ঢাকা: সারাদেশে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ শেষে সোমবার ও আগামীকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত করা হয়েছে। আড়াই ঘন্টা লেনদেনের দ্বিতীয় দিনে আজ সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। 

এর আগে কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে ৩ কার্যদিবস সূচকের উত্থান হলেও শেষের দুই কার্যদিবস পতনে শেষ হয়। এরপর সোমবার ও মঙ্গলবার দুই কার্যদিবস পর আবারও সূচকের উত্থান দেখলো শেয়ারবাজার।

দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে এমন চিত্র দেখা যায়।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীণশর্ট

দেখা যায়, ডিএসই’র ব্রড ইনডেক্স এদিন ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯শ’ ৯৭ পয়েন্টে।  

এসময় লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮টির, দর কমেছে ৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির। 

আলোচ্য দিনটিতে টাকার অংকে ডিএসইতে লেনদেন হয়েছে ৫শ’ ১১ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!