• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কঠোর বিধিনিষেধের মধ্যেও সূচকের ঊত্থান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২১, ০১:৩৭ পিএম
কঠোর বিধিনিষেধের মধ্যেও সূচকের ঊত্থান

ফাইল ছবি

ঢাকা: কঠোরবিধি নিষেধের মধ্যে সূচকের উত্থানে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন সাড়ে পাঁচশ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)  সবগুলো সূচক বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২০২৬ পয়েন্টে।

আজ ডিএসইতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৫৫৫ কোটি ৫৯ লাখ ৪৩ হাজার  টাকার লেনদেন হয়েছে। 

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৬টির, শেয়ার দর কমেছে ৯০টির এবং ৪৯টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৯ পয়েন্টে। সিএসইতে আজ ২২৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯টির দর বেড়েছে, কমেছে ৬১টির আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। 

সিএসইতে ১৯ কোটি ২৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!