• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে আসছে এসএমই খাতের নিলকো অ্যালয়েস


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২১, ০৩:০৬ পিএম
শেয়ারবাজারে আসছে এসএমই খাতের নিলকো অ্যালয়েস

ফাইল ছবি

ঢাকা: প্রথমবারে মতো শেয়ারবাজারে আসার অনুমতি পেল এসএমই খাতের কোম্পানি নিলকো অ্যালয়েস লিমিটেড। কোয়ালি ফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে কোম্পানিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিএসইসির সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৭০ তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখাপত্র মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।  

এতে বলা হয়, দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নিলকো অ্যালয়েস লিমিটেড এর সাড়ে ৭ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি। কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারীদের জন্য ৭৫ লাখ শেয়ার ছাড়বে। যার প্রতিটির মূল্য ধরা হয়েছে ১০ টাকা। কিউআইও-এর মাধ্যমে  যোগ্য বিনিয়োগ ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 

কোম্পানিটি উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও’র খবর খাতে ব্যয় করবে।  

কোম্পানিটি ২০ সেপ্টেম্বর ২০২০ সময়কালে আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছেন শূন্য দশমিক ৯১ পয়সা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নীট সম্পদের মূল (এনএভিপিএস) দাড়িয়েছে ১২ টাকা ৪৩ পয়সা। 

এসএমই প্লাটফার্মে লেনদেন এর তারিখ হতে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। 

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ক্যাপিটাল লিমিটেড।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!