• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেগুনের দামে বাণিজ্যসচিবের ক্ষোভ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২১, ০৩:৫০ পিএম
বেগুনের দামে বাণিজ্যসচিবের ক্ষোভ

ঢাকা: বেগুনের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন।শনিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার তদারকিতে যান তিনি।

বাণিজ্যসচিব বেগুনের দাম জানতে চাইলে প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি করছেন বলে জানান এক সবজি বিক্রেতা। এ সময় বিক্রেতাকে দাম কমানোর নির্দেশ দেন বাণিজ্য সচিব।

তিনি বলেন, ‘প্রতি কেজি ৮০ টাকা। দাম কমান। আমি শান্তিনগর বাজারে দেখে আসলাম প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন

এ সময় ওই দোকানে মূল্য তালিকা না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন বানিজ্যসচিব।

পরিদর্শন শেষে বানিজ্যসচিব চলে যাওয়ার পরই একই দোকানী সাধারণ ক্রেতাদের কাছে বেগুনের দাম হাকালেন ১০০ টাকা। 

এর আগে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে সরকারের নির্ধারিত দামে নিত্যপণ্য বিক্রি হচ্ছে কিনা পরিদর্শন করে বানিজ্য মন্ত্রনালয়ের একটি টিম।

প্রতিটি দোকানে সরকার নির্ধারিত পণ্য মূল্যতালিকা অনুসারে বিক্রি করা হচ্ছে কিনা দেখেন তারা। শান্তিনগর বাজার পরিদর্শনের সময় বানিজ্য সচিব বলেন, ‘ভোজ্য তেল আমদানিতে শুল্ক কমানো হয়েছে। তবে এটা ভোক্ত পর্যায়ে সুবিধা পেতে সময় লাগবে।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!