• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজেটে ১২শ’ কোটি টাকা সহায়তা চায় বিজেএমসি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৭, ২০২১, ০৪:০৩ পিএম
বাজেটে ১২শ’ কোটি টাকা সহায়তা চায় বিজেএমসি

ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল গত বছরের ৩০ জুন গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় বন্ধ ঘোষণা করা হয়। যে কারণে এ মিলগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বর্তমানে কোনো আয়ও নেই। 

তবে বিজেএমসির প্রধান কার্যালয়সহ মিলগুলোর বেশকিছু দায় রয়েছে গেছে। আর এসব দায় পরিশোধ ও পরিচালন ব্যয়ের জন্য ২০২১-২২ অর্থবছরের বাজেটে ১ হাজার ২৬৫ কোটি ৪০ লাখ টাকার বাজেট সহায়তা চাওয়া হয়েছে। সম্প্রতি অর্থ সচিববের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি লিখে এ সহায়তা চেয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বস্ত্র) ও সচিবের দায়িত্ব পালনরত মোহাম্মদ আবুল কালাম এনডিসি বলেন, ২৫টি পাটকল গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় বন্ধ করা হলে অধিকাংশ শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। এর পরও কিছু শ্রমিকের পাওনা এখনো রয়ে গেছে। এগুলো পরিশোধ এবং বিজেএমসির কিছু দায় ছিল, সেগুলো পরিশোধ করতে হবে। এছাড়া আগামীতে পরিচালন ব্যয়েও কিছু সহায়তা প্রয়োজন হতে পারে। এজন্য আগামী অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!