• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৮ কার্যদিবসের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৯, ২০২১, ০৪:৪২ পিএম
১৮ কার্যদিবসের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৮ কার্যদিবস পরে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ডিএসইএ’র ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, সরকারের আরোপ করা কঠোর বিধি নিষেধের মধ্যে ডিএসইতে লেনদেন সীমিত আকারে চলছে। শুরুতে কিছুটা মন্দা ভাব থাকলেও চলতি সপ্তাহের  সেই মন্দা ভাব কেটে গেছে। 

আজ ডিএসইতে গত ১৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। এর আগে ২২ মার্চ সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৭ লাখ ৫ হাজার টাকা।

জানা গেছে, আজ ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে। ডিএসই'র অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির, শেয়ার দর কমেছে ১৫২টির এবং ৬৮টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!