• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও ইতিবাচক ধারায় শেয়ারবাজার 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২১, ০৪:২৭ পিএম
আবারও ইতিবাচক ধারায় শেয়ারবাজার 

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের৷ চতুর্থ কার্যদিবসে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন ৯'শ কোটি টাকা ছাড়িয়ে গেছে।  এর আগে দুই কার্যদিবস ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকার বেশি হয়েছে। 

বুধবার (২৮ এপ্রিল) ডিএসইএ’র ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭০টির, শেয়ার দর কমেছে ১০৯টির এবং ৭১টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে। 

আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৯৪০ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকা।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!