• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় দেনদেনে সপ্তাহ সমাপ্ত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২১, ০২:২৬ পিএম
বড় দেনদেনে সপ্তাহ সমাপ্ত

ফাইল ছবি

ঢাকা: সূচকের বিশ্র প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন ১১’শ কোটি টাকা ছাড়িয়ে গেছে।   

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডিএসইএ’র ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা যায়।

জানা গেছে, ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৯ পয়েন্টে। শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির, শেয়ার দর কমেছে ১২৮টির এবং ৭১টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত আছে। 

ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৭২ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!