• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আসতে চায় বীমা খাতের ২ কোম্পানি


নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২১, ০৫:১৪ পিএম
শেয়ারবাজারে আসতে চায় বীমা খাতের ২ কোম্পানি

ফাইল ফটো

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করতে চায় বীমা খাতের দুই কোম্পানি। এজন্য কোম্পানি দুইটি গত এপ্রিল মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।

বীমা কোম্পানি দুটি হচ্ছে- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

জানা গেছে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করতে চায়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৯৩ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) মূল্য ২১.০৯ টাকা।

অপরদিকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স আইপিওর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। কোম্পানির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ৩১ কোটি ৩০ লাখ টাকা। ওই সময় পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স তহবিলের আকার ছিল ২১ কোটি ৬০ লাখ টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!