• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘জীবন-জীবিকা’র বাজেট পেশ ৩ জুন


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০২১, ০৫:০৭ পিএম
‘জীবন-জীবিকা’র বাজেট পেশ ৩ জুন

ঢাকা: করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ এর মধ্যে ৬ লাখ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২১-২০২২ অর্থবছরের এ বাজেট আগামী ৩ জুন (বৃহস্পতিবার) উপস্থাপন করা হবে। এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য হওয়ার কথা রয়েছে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’।

জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে আগামী ২ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহ্বান করেছেন। এর পরদিন ৩ জুন সংসদে বাজেট উপস্থাপন করা হবে।

নতুন বাজেট ঘোষণার দিন চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে একই দিনে জাতীয় সংসদ ভবনে বসবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। 

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটটি হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের তৃতীয় বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ত্রয়োদশতম বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট অধিবেশন শুরুর আগে সব মন্ত্রী, সাংসদ ও সংসদের কর্মকর্তা-কর্মচারীদের সবার করোনা পরীক্ষা করানো হবে। এমন নির্দেশনাও আসতে পারে যে বেশি বয়স্কদের চেয়ে কম বয়সী সাংসদেরা যেন বাজেট অধিবেশনে যোগ দেন। সংসদ অধিবেশন চলাকালে এবার দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!