• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম 


নিজস্ব প্রতিবেদক মে ২৯, ২০২১, ০৭:১৬ পিএম
সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম 

ফাইল ফটো

ঢাকা: মহামারী করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই বিশ্ববাজারে বেড়েই চলছে স্বর্ণের দাম। মাঝে কিছুটা দাম কমলেও প্রায় দুই মাস ধরে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এক সপ্তাহের ব্যবধানেই আরেকবার বাড়ল স্বর্ণের দাম। এ দফায় প্রতি আউন্স (২৮. ৩৪৯ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৯০০ ডলার বেড়েছে। এবার স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। 

বিশ্ববাজারে স্বর্ণের দাম অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম বাড়তে পারে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বাজারে চলতি মে মাসে দুই দফায় স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারের সঙ্গে যদিও দেশের বাজারে স্বর্ণের দাম ওঠা-নামা করে, তাই আগামীতে ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে।

সর্বশেষ ২৩ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে স্বর্ণের দাম ওঠা-নামা করে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় চলতি মে মাসে দেশের বাজারে দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারে ফের দাম বাড়ানো হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!