• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসআরএম’র সঙ্গে বিএসআরএম স্টিল মিলসের মার্জার অনুমোদন


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০২১, ০৬:৪৭ পিএম
বিএসআরএম’র সঙ্গে বিএসআরএম স্টিল মিলসের মার্জার অনুমোদন

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্ট্রীল রি-রোলিং মিলস লিমিটেড-এর সাথে নন-লিস্টেড পাবলিক কোম্পানি বিএসআরএম স্টীল মিলস লিমিটেড একত্রিকরণের (মার্জার) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

সোমবার (৭ জুন) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। 

জানা যায়, তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ স্ট্রীল রি-রোলিং মিলস লিমিটেড-এর সাথে নন-লিস্টেড পাবলিক কোম্পানি বিএসআরএম স্টীল মিলস লিমিটেড একত্রিকরণের (মার্জার) অনুমোদন দিয়েছে বিএসইসি। এই একত্রিকরণের ফলে বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেডের পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৬ লাখ ৮২ হাজার ৩৬০ টাকা হতে ২৯৮ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ২৬০ কোটি টাকায় উন্নীত হবে।  এক্ষেত্রে বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেড বিএসইআরএম স্টীল মিলস লিমিটেড-এর বিদ্যমান শেয়ারধারীদের ১০ টাকা মূল্যমানের ৩৯ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ৪০০ শেয়ারের বিপরীতে একই মূল্যমানের ৬ কোটি ২৫ লাখ  ১৬ হাজার ৩৯০ টি শেয়ার ইস্যু করবে। 

উল্লেখ্য, হাইকোর্টের আদেশ অনুসারে শেয়ারের এক্সচেঞ্জ রেশিও ১ঃ০.২৮৮ হিসেবে কমিশন উল্লেখিত শেয়ার ইস্যুর অনুমোদন প্রদান করে।

সোনালীনিউজ/আরএইচ/এমএইচ

Wordbridge School
Link copied!