• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইর প্রধান সূচক 


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০২১, ০৪:০৭ পিএম
ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসইর প্রধান সূচক 

ঢাকা: ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর রেকর্ড গড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক। ডিএসইর এই প্রধান সূচকটি আজ লেনদেনের মাঝে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে পৌঁছে রেকর্ড গড়ছে। এর আগে ২০১৭ সালের ২৬ নভেম্বর ৬ হাজার ৩৩৬ পয়েন্টের রেকর্ড ছিলো সূচকটির।

রোববার (১৮ জুলাই) লেনদেন শেষে ৫৭ পয়েন্ট বেড়ে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৫ পয়েন্ট।  যা ২০১৪ সালের ২৯ জানুয়ারি সূচকটি চালুর পর সাড়ে সাত বছরের সর্বোচ্চ অবস্থান।

সকাল ১০টায় লেনদেন শুরুর পর ১৫ পয়েন্ট বেড়ে গেলে পরে সূচক কিছুটা কমে যায়। পরে ৬ হাজার ৩৩১ পয়েন্টে ওঠে বেলা ১১টায়। তবে ১১টা ৯ মিনিটে কারিগরি জটিলতায় লেনদেন বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা ২০ মিনিট পর লেনদেন শুরু হয়।

এরপর সূচক কিছুটা কমে ৬ হাজার ৩১৪ পয়েন্টে নেমে আসে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায়, লেনদেন আড়াইটার বদলে চলবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

বেলা ২টা ২৬ মিনিটে সূচক পৌঁছে ৬ হাজার ৩৩৭-এ। সঙ্গে সঙ্গে ভেঙে যায় ২০১৭ সালের ২৬ নভেম্বরের রেকর্ড। সেদিন সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট।

ডিএসইএক্স সূচক চালুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের নাম ছিল ডিএসই সূচক। সেই সূচকের সঙ্গে তুলনায় করলেও পুঁজিবাজারের এই অবস্থানকে সাড়ে ১০ বছরের সর্বোচ্চ বলা যায়।

 

এদিকে ডিএসইর অন্য দুই সূচকের আজ মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ২০ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩০৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১০টি, কমেছে ১৫০টি আর অপরিবর্তিত রয়েছে ১৩টির। আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে ১ হাজার ৭শ' ৯৩ কোটি ২ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে।

এর আগে গত কার্যদিবস বৃহস্পতিবার ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকার লেনদেন হয়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!