• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ পরবর্তী কার্যদিবসে ইতিবাচক অবস্থানে শেয়ারবাজার


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২১, ০২:২৯ পিএম
ঈদ পরবর্তী কার্যদিবসে ইতিবাচক অবস্থানে শেয়ারবাজার

ফাইল ফটো

ঢাকা: পবিত্র ঈদুল আযহা শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচকসহ সবগুলো সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন গত কার্যদিবসের থেকে বেড়েছে।

রোববার (২৫ জুলাই) ডিএসইর ওয়েব সাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪ পয়েন্ট দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক ৬ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৩ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন লেনদেন হওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৬টি, কমেছে ২৩৭টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

আলোচ্য দিনটিতে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকা। যা গত কার্যদিবসের চেয়ে ৯০ কোটি ২১ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬৪ কোটি ৪৯ লাখ টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!