• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিও নিয়ে শেয়ারবাজারে আসছে এনআরবি ব্যাংক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৬:৪৪ পিএম
আইপিও নিয়ে শেয়ারবাজারে আসছে এনআরবি ব্যাংক

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসতে যাচ্ছে এনআরবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিকে শেয়ারবাজারে আনতে আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

এনআরবি ব্যাংকর চয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন মাহমুদ শাহ ও  ইউসিবি ইনভস্টমট লিমিটডর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং শাহজালাল ইকুইটি ম্যানজমট লিমিটড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহিউদ্দিন মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

এ সময় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় থাতাইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, শাহজালাল ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড-এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!