• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২ মাসের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২১, ০৩:২৬ পিএম
২ মাসের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

সংগৃহীত ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারে সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গতকাল লেনদেনে পতন হলেও একদিন পর আবার উত্থানে ফিরলো। তবে আজ স্টক এক্সচেঞ্জটিতে টাকার পরিমাণে গত প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ৫৭০ পয়েন্টে এবং দুই হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট এক হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা এক মাস ২২ দিন বা ৩২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল এক হাজার ৫২১ কোটি ৩১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, দর কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!