• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সূচক কমলেও লেনদেন বেড়েছে


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৩:১৭ পিএম
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে শেষ হয়েছে। এদিন স্টক এক্সচেঞ্জটিতে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৩৭পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৭৪ পয়েন্টে এবং দুই হাজার ৬৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

ডিএসইতে আজ দুই হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল এক হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন ৪০৪ কোটি ৮৭ লাখ টাকা বেড়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!