• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারের পতন থামাতে বৈঠক ডেকেছে বিএসইসি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২১, ১২:৪২ পিএম
শেয়ারবাজারের পতন থামাতে বৈঠক ডেকেছে বিএসইসি

ঢাকা : দেশের উভয় শেয়ারবাজারে সোমবার পর্যন্ত টানা ছয় কার্যদিবস পতন হয়েছে। এতে স্টক এক্সচেঞ্জ দুটির সূচকে বড় ধস নেমে এসেছে। ডিএসইর প্রধান সূচক এ সময়ে কমেছে ২৭০ পয়েন্ট। তাছাড়া সিএসইর সার্বিক সূচকেও বড় পতন হয়েছে।

দীর্ঘ কয়েক মাসের ধারাবাহিক উত্থানের পর হঠাৎ শেয়ারবাজারের টালমাটাল পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বৈঠক ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করবেন।

বিএইসি মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ব্রোকারেজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, টানা ছয় কার্যদিবস সূচকের পতনে লেনদেন শেষ হচ্চে দেশের উভয় শেয়ারে। এর মধ্যে ডিএসইতে সোমবার ৮৯ পয়েন্ট বা ১.২৪ শতাংশ সূচক কমে গেছে এক কার্যদিবসের ব্যবধানে। সোমবার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার ৯৭ পয়েন্টে নেমে আসে। যা গত ৫ সেপ্টেম্বরের ৭ হাজার ৫২ পয়েন্টের পর এখন পর্যন্ত সর্বনিম্ন অবস্থান। পতনের এই ধারার রেশ টানতে আজকে বৈঠকে বসতে যাচ্ছে বিএইসি।

সোনালীনিউজ/এমএইচ/এমটিআই

Wordbridge School
Link copied!