• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
৩ দিনেই উধাও ১৩ হাজার কোটি টাকা

টানা পতনের ৭দিনে বিনিয়োগকারীরা হারিয়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০২১, ০৩:০৫ পিএম
টানা পতনের ৭দিনে বিনিয়োগকারীরা হারিয়েছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার (২০ অক্টোবর) শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে। এখন পর্যন্ত চলতি সপ্তাহে তিনদিন লেনদেন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও শেয়ারবাজারে লেনদেন হবে। তবে লেনদেন শেষ হওয়া চলতি সপ্তাহের মাত্র তিন কার্যদিবসে (১৭-১৯ অক্টোবর পর্যন্ত) বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছে ১৩ হাজার ৩শ' কোটি টাকার বেশি।

সোনালীনিউজের বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি ৮১ লাখ ৩ হাজার টাকা। সেখান থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮০৩ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকায়। আর সে হিসেবে মাত্র তিন কার্যদিবসে ডিএসইর বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে ১৩ হাজার ৩০৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা।

এদিকে গত সাত কার্যদিবস ধরে টানা পতনের দিন গুনছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। এই সাত দিনে ডিএসইর বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে ১৭ হাজার ৫৬৫ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। টানা পতন শুরুর প্রথম দিন অথাৎ গত ১১ অক্টোবর লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮৪ হাজার ৩৬৯ কোটি  ৫ লাখ ৯৩ হাজার টাকা। সেখান থেকে চলতি সপ্তাহের তিন কার্যদিবস শেষে মঙ্গলবার দাঁড়ায় ৫ লাখ ৬৬ হাজার ৮০৩ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকায়।

গত তিন কার্যদিবসে ডিএসইতে টাকার পরিমানে ৪ হাজার ৭৩২ কোটি ৬ লাখ ২৪ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে (রোব-মঙ্গলবার পর্যন্ত) স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিলো ৫ হাজার ৬৭৫ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে চলমান পতনের শেয়ারবাজারে গত সপ্তাহের প্রথম তিন কার্যদিবসের থেকে চলতি সপ্তাহের একই সময়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে ৯৪৩ কোটি ১৮ লাখ ৩৬ হাজার টাকার।

ডিএসইতে গত সাত কার্যদিস টানা সূচকের পতন হয়েছে। যাতে ওই সাত দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৪৭ পয়েন্ট। আর চলতি সপ্তাহের তিন কার্যদিবসের পতনে সূচকটি কমেছে ২২৩ পয়েন্ট।  

অন্য সূচকগুলোর মধ্যে গত সাত কার্যদিবসে শরিয়াহ সূচক কমেছে ৯২ পয়েন্ট। আর চলতি সপ্তাহের তিন কার্যদিবসে কমেছে ৬৩ পয়েন্ট। আন্যদিকে বাছাইকৃত ২০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক পতনের সাত দিনে কমেছে ১০৯ পয়েন্ট এবং চলতি সপ্তাহের তিনদিনে কমেছে ৬৩ পয়েন্ট। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!