• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারের ১৩ প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেবে এনবিআর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২১, ০৪:৫১ পিএম
শেয়ারবাজারের ১৩ প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেবে এনবিআর

ফাইল ছবি

ঢাকা: ২০২০-২০২১ অর্থবছরে ট্যাক্স কার্ডের জন্য ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেওয়া হবে।

ট্যাক্স কার্ডের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ টি প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় আয়কর দিবসে এর প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্যাক্স কার্ডের জন্য মনোনীত শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস,স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, রেনেটা লিমিটেড, বাটা সু, এপেক্স ফুটওয়্যার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!