• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টানা ৬ দিনের পতন শেষে উত্থানে ডিএসই


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২১, ০৩:২৩ পিএম
টানা ৬ দিনের পতন শেষে উত্থানে ডিএসই

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ছয় দিনের পতন শেষে চলতি সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন স্টক এক্সচেঞ্জটিতে টাকার অংকে লেনদেন গত কার্যদিবসের থেকেও আরও কমে ৭০০ কোটি টাকার ঘরে নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ নভেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৯৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৩০ এবং ২৫৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে আজ গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। 

এদিন ডিএসইতে আগের দিন থেকে ১২৮ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার।

সোমবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, দর কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!