• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পতন দিয়ে শুরু হলেও দিন শেষে বড় উত্থানে শেয়ারবাজার


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২১, ০৩:৫১ পিএম
পতন দিয়ে শুরু হলেও দিন শেষে বড় উত্থানে শেয়ারবাজার

ফাইল ছবি

ঢাকা : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিট পরে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমে যায় ৬৪ পয়ন্ট। 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে  ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৪২ কোটি  ৫৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার।

বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৩৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, দর কমেছে ১১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

অন্যদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৮০ পয়েন্ট বেড়ে ২০  হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!