• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমান কটনের পরিচালক ও নিরীক্ষককে জরিমানা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২২, ০৫:১৪ পিএম
আমান কটনের পরিচালক ও নিরীক্ষককে জরিমানা

ফাইল ছবি

ঢাকা: সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইব্রার্সের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) তিন কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম এর সভাপতিত্বে ৮০৭তম সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কোম্পানিটির চেয়্যারম্যান মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুর ইসলাম, পরিচালক মো. তৌফিকুল ইসলাম এবং পরিচালক মো. তরিকুল ইসলামকে তিন কোটি টাকা করে মোট ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

প্রত্যেক পরিচালককে জরিমানা ছাড়াও ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের Lien বাতিল করে সাত দিনের মধ্যে কমিশনকে অবহিত করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
 
এছাড়াও আজকের সভায় আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কোং (চার্টার্ড অ্যাকাউনটেন্টস) কে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার জন্য ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!