• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিকানা পরিবর্তনের গুঞ্জনে দাম বাড়ছে ফু-ওয়াং ফুডসের শেয়ারে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০২২, ০৫:৪৬ পিএম
মালিকানা পরিবর্তনের গুঞ্জনে দাম বাড়ছে ফু-ওয়াং ফুডসের শেয়ারে

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েলের মালিকানায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবার ফু-ওয়াং ফুডসের দায়িত্ব নিতে যাচ্ছে। এরইমধ্যে তাদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। এমনকি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। এমন খবর এখন শেয়ারবাজার পাড়ায়। যার আলোকে শেয়ারটির দর বাড়ছে।

তবে এ বিষয়ে ফু-ওয়াং ফুডের সচিব শরীফ আল মাহমুদ গণমাধ্যমে বলেন, অনেক বিষয়ে অনেক জায়গায় কথা হতে পারে। তবে কোন বিষয়ে চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারি না।

এদিকে কোন কিছু চূড়ান্ত না হলেও এরইমধ্যে ফু-ওয়াং ফুডের শেয়ার দরে প্রভাব পড়তে শুরু করেছে। কোম্পানিটির শেয়ার দর গত ১৩ দিনে ৬.৬০ টাকা বা ৪৩ শতাংশ বেড়ে ১৮ জানুয়ারি ২১.৯০ টাকায় দাড়িঁয়েছে। 

এর আগে গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫.৩০ টাকায়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!